আবু ধাবি, ১৬ ডিসেম্বর- সেমিফাইনালে ঘাম ঝরিয়ে জিতেছে রিয়াল মাদ্রিদ। গ্রেমিওও জিতেছে খুব কষ্টে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামীকাল (শনিবার) মুখোমুখি হচ্ছে দুই দল। আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বুধবার আল জাজিরার বিপক্ষে সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও ক্রিশ্চিয়ানো রোনালদো আর বদলি গ্যারেথ বেলের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে কঠিন পরীক্ষায় পড়েছিল ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখানো গ্রেমিও। পাচুয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি এভারটনের গোলে ১-০ ব্যবধানে জয় পায় তারা। আগামীকাল জিতলে ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুলবে রিয়াল। ছুঁয়ে ফেলবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি দল বার্সেলোনাকে। একইসঙ্গে প্রথম দল হিসেবে টানা দুইবার ক্লাব বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে তারা। গত বছর ফাইনালে জাপানের কাশিমা আন্টলারর্সকে হারিয়ে শিরোপা জিতেছিল জিনেদিন জিদানের দল। তবে গ্রামিওর বিপক্ষে জিততে হলে গত ম্যাচের চেয়ে ভালো খেলতে হবে রিয়ালকে। আল জাজিরার বিপক্ষে যেমন খেলেছেন রোনালদোরা, তেমন খেললে শিরোপা জয় কঠিন হয়ে যাবে। সেমিতে দাপট দেখিয়ে খেললেও আল জাজিরার গোলরক্ষক আলী খাসাফের কাছে হারই মানতে বসেছিল রিয়াল। ভুরি ভুরি গোলের সুযোগও নষ্ট করে তারা। যার খেসারত দিয়ে ৪১ মিনিটে পিছিয়ে পড়ে জিদানের দল। দ্বিতীয়ার্ধে এসে একটি গোল করে সমতা ফেরান রোনালদো। শেষ মুহূর্তে এসে বদলি বেলের গোলে ফাইনালে নাম লেখায় লস ব্লাঙ্কোসরা। তবে গত শনিবার সেভিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় পাওয়া ম্যাচে রিয়াল যেভাবে খেলেছে, রোনালদোরা সেই ছন্দটা ফিরে পেলে গ্রামিওর জন্য ম্যাচ বের করে নেয়া অসম্ভবই হবে। তাই বলে গ্রামিওর কোনো সুযোগই নেই, এমনটা বলে দেয়া যাবে না। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের একটি বাজে দিন আনন্দের উপলক্ষ্য এনে দিতে পারে ব্রাজিলিয়ান ক্লাবটিকে। ইনজুরির কারণে অবশ্য তারা পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আর্থারকে। তবে লুয়ান রিয়ালের ডিফেন্সকে বেশ বিপদে ফেলার সামর্থ্য রাখেন। আর পাচুয়ার বিপক্ষে গত ম্যাচে এভারটন তো দেখিয়েই দিয়েছেন জাদু দেখানোর ক্ষমতা তার আছে। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট রিয়ালই। তবে লড়াইটা খুব সহজ হবে না। তবে শিরোপা লড়াই বলে কথা! স্প্যানিশ চ্যাম্পিয়নদের কি এত সহজে ছেড়ে দেবে ব্রাজিলিয়ান ক্লাবটি! সূত্র : জাগো নিউজ এফ/২৪:০৫/১৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jZQCgP
December 16, 2017 at 06:07AM
16 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top