কলকাতা, ২৩ ডিসেম্বর- কলকাতায় বড়দিনের উৎসবে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতার পার্কস্ট্রিটে আয়োজিত বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা বলেছেন, ভারত সরকার বড়দিনের ছুটি বাতিল করেছে। অবিলম্বে বড়দিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা উচিত। তিনি বলেছেন, বড়দিন মানবতার উৎসব। বড়দিন আমাদের সবার দিন। কিন্তু মানব সভ্যতা, সংস্কৃতিকে কেউ কেউ ধ্বংস করার চেষ্টা করেন। আরও পড়ুন:প্রতিহিংসা? প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা থেকে বাদ পড়ছে বাংলার ট্যাবলো! সেটা আমাদের গায়ে লাগে। বিজেপিকে কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী আরো বলেছেন, মহান তারাই হয়, যারা সব মানুষকে নিয়ে চলতে পারে। আর যে বড় হয়, তাকে অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু কেউ কেউ হিন্দুতে-হিন্দুতে, মুসলিমদের সঙ্গে হিন্দুদের, ধর্মের সঙ্গে ধর্মের লড়াই লাগাতে ব্যস্ত। আমরা এ সব পছন্দ করি না। এদিন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টমাস অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বড়দিনকে জাতীয ছুটি ঘোষণার দাবির কথা জানিয়েছেন। বড় দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিটকে সাজানো হয়েছে আলোক মালায়। বড়দিনের দুদিন আগে থেকেই মানুস ভিড় করছেন পার্কস্ট্রিটে। যত রাত বাড়ছে ততই বাড়ছে ভিড়। এদিকে নিউ মার্কেটে কেক কেনার জন্যও বহু মানুষের ভিড় দেখা গেছে কেকের দোকানগুলিতে। বড়দিনও এখন শুধু খ্রীস্টানদের উৎসব নয়, বাঙালি এই উৎসবকেও সর্বজনীন করে তুলেছে। এমএ/১২:০০/২৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zjkgCs
December 23, 2017 at 06:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন