ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই-এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি:: ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, বিদ্যূৎ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে। এদেশে ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই।

তিনি বলেন, একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি পেয়েছিলো স্বাধীনতা ও লাল সবুজের পতাকা। বাঙ্গালী জাতির মহান এ অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে কচু পাতায় ধানের শীষ দেখিয়ে এদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবেনা।

আজ বুধবার (১৩ই ডিসেম্বর) ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগ নেতা আব্দুল খালিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পরিমল দেবনাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান ছানা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, ছৈলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুকতার, আওয়ামীলীগ নেতা আফজাল হুসেন, তোফায়েল আহমদ আনা, আব্দুল বারি, মজনু মিয়া, গিয়াস উদ্দিন, ফারুক আহমদ সরকুম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জোসেফ। বক্তব্য রাখেন, হারুন মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ, সদস্য আব্দুল, ওয়াদুদ ছামী, ছাত্রলীগ নেতা রাফি আহমদ রিংকু, আবিদুর রহমান আংগুর, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম ও কৃপেশ চন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আংগুর আলম, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, নিয়ামত আলী, মাহবুব আলম প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ahyq8n

December 13, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top