আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে-শফিকুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে সততা ও নিষ্ঠার সাথে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সমাজের অবহেলিত-বঞ্চিত ও দরিদ্র মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার পাবেন।

গতকাল মঙ্গলবার রাতে নিজ বাসভবনে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আছাব আলী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, আপ্তাব আলী, খলিলুর রহমান মাস্টার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা ব্যাংকার মকদ্দুছ আলী, হাজী ইরন মিয়া, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান।

বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন সুফি সামছুল ইসলাম, মহব্বত আলী, রইছ আলী, অরবিন্দু পাল, আব্দুন নুর মেম্বার, শংকর চন্দ্র ধর, নজরুল ইসলাম, নজির হোসেন, হাজী আরিফ উল্লাহ সিতাব, আব্দুল আজিজ, আরশ আলী, তফজ্জুল হোসেন মেম্বার, আব্দুল মুমিন মেম্বার, দিলোয়ার হোসেন রুপন, আবুল হোসেন, ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল।

প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইন, কবির আহমদ কুব্বার, সেলিম আহমদ সেলিম, রিয়াজুল হক, নুর মিয়া, সিরাজুল ইসলাম, আবুল কালাম জুয়েল, আনা মিয়া, এমদাদুল হক, আফরুজ বকত খোকন, হিরা মিয়া, আবদুল মতিন, আহমদ আলী, মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী মেম্বার, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, মহানগর যুবলীগ নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নুরুল হক মেম্বার, শামীম আহমদ, শাখাওয়াত হোসেন, রফিক হাসান মেম্বার, এনামুল হক এনাম মেম্বার, ফয়সল আহমদ মেম্বার, আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z9lvHq

December 13, 2017 at 11:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top