মাধবপুরে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় ০২জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ই ডিসেম্বর) ভোরে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই মাহবুব আলম ছাতিয়াইন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত লাফু মিয়ার ছেলে ডাকাত চান মিয়া (৩২) ও নাসিরনগর উপজেলার উরিয়ান গ্রামের মৃত অজিদ সরকারের ছেলে প্রসনজিত সরকার (৩৫) কে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিল বাদী হয়ে অজ্ঞাত ১৭/১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে ছাতিয়াইন-রতনপুর সড়কের মধ্যবর্তী স্থানে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে- এমন সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনিও ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AB3Jzk

December 13, 2017 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top