চণ্ডীগড়, ১৩ ডিসেম্বরঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের স্মৃতি ভারতের কাছে এখন অতীত। সব পেছনে ফেলে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে জ্বলে উঠল ভারত। জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আজ শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা। ভারতীয় দলের ওপেনিং জুটির পার্টনারশিপ ধামাকাদার হয়। ১১৬ বলে শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৬৭ বলে ৬৮ রান করে শিখর প্যাভিলিয়নে ফিরে গেলেও, নিজের ইনিংস সামনের দিকে এগিয়ে নিয়ে যান রোহিত। এবার তাঁর যাত্রাপথে সঙ্গী হন শ্রেয়স আইয়ার। তিনি ৭০ বলে ৮৮ রানের ইনিংস ভারতীয় দলকে উপহার দেন। শেষের দিকে ধোনি মাঠে নামলেও, তাঁর হাতে তেমন কিছু করার ছিল না। কারণ উলটো দিকে তখন শ্রীলঙ্কার বোলারদের কার্যত ছেলেখেলা করছেন রোহিত। অবশেষে ১৫১ বলে ক্যারিয়ারের তৃতীয় দ্বি শতরানটি হাঁকিয়ে অনন্য বিশ্বরেকর্ড করে নিজের নাম ফের রেকর্ড বুকে তুললেন রোহিত শর্মা। একমাত্র ব্যাটসম্যান হিসাবে একদিনের ক্রিকেটে ৩ নম্বর দ্বিশতরানের মালিক হলেন তিনি। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৮ রানে অপরাজিত থাকেন তিনি।
ভারত সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯২ রানে প্রথম ইনিংস শেষ করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Biug44
December 13, 2017 at 04:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.