ঢাকা, ১৩ ডিসেম্বর- কলকাতার অরিন্দম শীলের ছবিতে অভিনয় করবেন বলেই বেসিক আলী ছবিটি ছেড়ে দিয়েছেন শুভ; ওই খবরে বলা হয়েছিল, কলকাতার অরিন্দিম শীলে নির্দেশনায় একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন শুভ। সেজন্য শিডিউল মেলাতে পারবেন না বলে বেসিক আলী করবেন না শুভ! তখন শুভ বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্যে বলেন, তিনি কলকাতার ছবিতে অভিনয় করবেন না। তার সঙ্গে ছবি নিয়ে কোনো আলাপ হয়নি কলকাতার নির্মাতা অরিন্দম শীলের। আর বেসিক আলী ছাড়ার সঙ্গে এই ছবির কোনো সম্পৃক্ততাও নেই। সে ভিন্ন কথা হলেও, অরিন্দম শীলের ছবি করছেন শুভ সেই খবর সত্যি হতে যাচ্ছে। অরিন্দমের পরবর্তী ছবির নায়ক থাকছেন আরিফিন শুভই। পরিচালক নিজেই সেটা ঘোষণা দিয়েছেন কলকাতার গণমাধ্যমে। তিনি বলেছেন, আমার নির্মাণে পরের ছবিতেই আমি শুভকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এতটুকু চূড়ান্ত। এর বেশি কিছু বলার সময় হয়নি। জানুয়ারি মাসে ঢাকায় এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ছবির নাম, বাকি কারা অভিনয় করবেন, শুভর বিপরীতে কে থাকবেন নায়িকা? সব প্রশ্ন রহস্যেই রেখে দিয়েছেন আবর্ত ছবির এই পরিচালক। অরিন্দম বলেন, বাকি খবরটুকু চমক হিসেবেই থাক। অরিন্দম ছবির খবর খোলাসা করার পর শুভর কণ্ঠে অনিশ্চয়তার সুর। তার ভাষ্য, অফিসিয়ালি আমি এখনো কিছুই বলছি না। সপ্তাহখানেক পর আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো। এর মধ্যে একাধিকবার অরিন্দম শীলের সাথে কথা বলেছি। কলকাতায় আরো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে। তবে এখনই সবকিছু নিয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না। একাধিক বিশ্বস্ত সূত্র বলছে, শুভই থাকছেন অরিন্দিম শীলের নতুন ছবির নায়ক। এই ছবির জন্য শুভ ঢাকা-কলকাতা যাতায়াত করছেন। সেখানে অরিন্দমের সঙ্গে মিটিং, লুক টেস্ট, চিত্রনাট্য, ছবির গল্প; সবকিছু নিয়েই আলোচনা হয়েছে কয়েক দফা। ঢাকার ছবিতে এখনো নিজেকে যোগ্যতা অনুযায়ী মেলে ধরতে পারেননি আরিফিন শুভ। তার সর্বশেষ মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক ছবিটি ধুমধাম ব্যবসা করলেও সেখানে নায়কোচিত শুভকে আলাদা করার কিছুই ছিলো না দর্শকের জন্য। তাই অনেকেই ভাবছেন, অরিন্দম শীলের মতো গুণী নির্মাতার হাত ধরে হয়তো নায়ক হিসেবে নিজের জাত চেনানোর সুযোগ পাবেন শুভ। আগামীতে এই নায়ক অভিনীত ভালো থেকো, একটি সিনেমার গল্প ও মৃত্যুপুরী ছবিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এমএ/০৪:০০/১৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ymjRP6
December 13, 2017 at 10:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন