কলকাতায় নিষিদ্ধ অস্ত্র মিছিল

কলকাতা, ২৯ ডিসেম্বরঃ সাধারণ মানুষের সুরক্ষা ও শান্তি রক্ষার্থে কলকাতা ও শহরতলি এলাকায় অস্ত্র নিয়ে ঘোরা নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। এবিষয়ে শুক্রবার একটি নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার রাজীব কুমার। নির্দেশিকায় জানানো হয়েছে, ২ জানুয়ারি ২০১৮ থেকে ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত কলকাতা ও শহরতলিতে রাস্তায় অস্ত্র নিয়ে ঘোরা নিষিদ্ধ।

এর আগে কলকাতায় অস্ত্র নিয়ে মিছিল করায় বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হয়েছিল। যাতে এ ধরনের অশান্তি নতুন করে না হয় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। তবে কেন এ মিছিল হবে?’
আর এবার কলকাতা পুলিশের তরফ থেকেই নির্দেশিকা জারি করে অস্ত্র নিয়ে ঘোরা বা মিছিল করা নিষিদ্ধ করা হল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pRKY5D

December 29, 2017 at 10:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top