শেষ হতে চলল ২০১৭। সবাই ব্যস্ত নতুন বছরকে নতুনভাবে বরণ করতে। এক বছর কেমন কাটল বলিউড ইন্ডাস্ট্রির? এ বছর বলিউড তারকাদের মতো সমানভাবে আলোচনায় ছিল তাঁদের সন্তানরা। সারা বছরই বিভিন্ন শিশুসুলভ কর্মকাণ্ডে তাঁরা গণমাধ্যমে হয়েছেন শিরোনাম আর সামাজিক মাধ্যমে হয়েছেন ভাইরাল। চলুন,জেনে নিই এ বছর আলোচিত বলিউড শিশুদের মধ্যে কারা ছিল আলোচনার শীর্ষে। ১. তৈমুর আলি খান (সাইফ আলি খান-কারিনা কাপুর) ২. আব্রাম খান (শাহরুখ খান-গৌরী খান) ৩. মিশা (শহিদ কাপুর, মীরা রাজপুত) ৪. যশ-রুহি (করণ জোহর) ৫. আরাধ্য বচ্চন (অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন) ৬. লক্ষ্য (তুষার কাপুর) ৭. ইনায়া নাউমি (কুনাল খেমু-সোহা আলি খান) ৮. আহিল (আয়ুশ শর্মা-অর্পিতা খান) ৯. আদিরা চোপড়া (আদিত্য চোপড়া-রানী মুখার্জি) ১০. আমির খান-কিরণ রাও (আজাদ রাও খান) এআর/২১:৫৩/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lrYhEt
December 30, 2017 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top