হবিগঞ্জে পুলিশি অভিযানে ১৯জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে মাদক ও তিন বিক্রেতাসহ ১৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিন জন মাদক বিক্রেতা। এছাড়া ১২ জন পরোয়ানাভুক্ত ও চার জন নিয়মিত মামলার আসামি।

গতকাল বুধবার দিবাগত রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) নাজিম উদ্দিন জানান, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত বাহুবল, মাধবপুর ও চুনারুঘাট থানায় তিন মাদক বিক্রেতাসহ জেলায় ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kxOHCZ

December 07, 2017 at 10:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top