বিশাখাপত্তনম, ১৯ ডিসেম্বর- ধর্মশালায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে হার মেনেছিল রোহিত শর্মার ভারত। কিন্তু বাকি দুটো ম্যাচে দারুণভাবে ফিরে এসে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের এই সিরিজ জয়ের কারণ কী? ক্রিকেটভক্তরা বলতে পারেন, এই শ্রীলঙ্কা শক্তিহীন। আগের সেই শ্রীলঙ্কা আর এখনকার শ্রীলঙ্কার মধ্যে জমিন-আসমান পার্থক্য। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজে ঘুরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের অব্যবহিত পরে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম ম্যাচের পরে সিরিজে আমাদের প্রত্যাবর্তন দারুণ হয়েছে। প্রথম ম্যাচে হারের পরে বাকি ম্যাচগুলোয় আমরা নিজেদের চরিত্র দেখিয়েছি। আমরা যখনই পরাজিত হই, তার পরের ম্যাচগুলোয় দারণভাবে ঘুরে দাঁড়াই। ধর্মশালার পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। তার ফলে বড় রান করতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, ধর্মশালার প্রথম ম্যাচ অধিনায়ক হিসেবে আমার কাছে পরীক্ষা ছিল। বোর্ডে আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে অনেক রান করার ফলে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাই। তৃতীয় ম্যাচেও অনেক কিছু পরীক্ষা করার সুযোগ ছিল। অর্থাৎ পিছিয়ে পড়ার পরেই ভারতের আসল মূর্তি ধরা পড়ে। সূত্র: এবেলা আর/১২:১৪/১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oJiMRU
December 19, 2017 at 06:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন