আবুধাবি, ১৮ ডিসেম্বর- নতুন ফরম্যাট টি-টেন। ইতোমধ্যে হইচই ফেলে দিয়েছে ক্রিকেট অঙ্গনে। আর আমিরাতে চলছে চার-ছক্কার এই জমজমাট আসর। খেলছেন দুই বাংলাদেশি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ইতোমধ্যে টি-টেনের রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন তামিম। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাতারে দেখা যায় টাইগার ড্যাশিং ওপেনারের নামও। ফিফটির তালিকায় এক নম্বরে আছেন তামিম। টি-টেনের প্রথম ম্যাচটা খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই আলো ছড়ান। টিম শ্রীলঙ্কার বিপক্ষে পাখতুনসের হয়ে করেন ২৭ বলে অপরাজিত ৫৬ রান। ৫ চার ও ৪ ছয়ে এমন ঝকঝকে ইনিংসটি সাজিয়েছেন তামিম। তার স্ট্রাইক রেট ২০৭.৪০। তাতেই সেরাদের তালিকায় নাম উঠে তামিমের। দ্বিতীয় ম্যাচে ভালো করেননি তামিম। তবে খুব বেশি বলও হজম করেননি। যে কারণে ব্যাটিংয়ের সর্বোচ্চ গড়ের ঘরেও রয়েছেন তামিম। এখন পর্যন্ত টি-টেনের সর্বোচ্চ ব্যাটিং গড় ডেভিড মিলারের ১২৫। যে তালিকায় চারে আছেন তামিম। তার ব্যাটিং গড় ৬৪। এক ইনিংসে সর্বোচ্চ রানের দৌড়েও আছেন তামিম ইকবাল। ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে নাম্বারওয়ান মিলার। দুইয়ে আছেন রুশো। তার অর্জন ৬৭। তিন থেকে যথাক্রমে ছয় নম্বর স্থানটা দখলে আছে পল স্টার্লিং, রাজাপাকসে, শোয়েব মালিক, হেলসের। সাতে আছেন তামিম। এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ চার-ছয় হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায়ও তামিমের অবস্থান সাতে। এক ইনিংসে তিনি মারেন ৫টি চার এবং ৪টি ছয়। এই ক্যাটাগরিতে একে আছেন পল স্টার্লিং। তিনি এক ইনিংসে ১০টি চার এবং ৩টি ছয় হাঁকিয়েছেন। দুইয়ে থাকা রুশো মেরেছেন ৫টি চার এবং ৬টি ছক্কা। এক ইনিংসে ৭টি ছয় ও ৩টি চার মেরে তিনে আছেন প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যান মিলার। সূত্র: প্রতিদিনের সংবাদ এফ/২২:৩৫/১৮ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D3sBgP
December 19, 2017 at 04:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top