কলকাতা, ০৮ ডিসেম্বর- লালবাতি ব্যবহার করছেন না দেশের প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে অন্য রাজ্য সমর্থন করলেও এবিষয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের নির্দেশ অমান্য করে এরাজ্যের নেতা মন্ত্রীরা লালবাতি ব্যবহার করছেন। এই অভিযোগ একাধিকবার সামনে এসেছে। এবার সামনে এল অভিযোগের সত্যতা। গাড়িতে লালবাতি ব্যবহার করতে দেখা গেল রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে। আজ দুপুরে লালবাতি লাগানো গাড়ি চড়ে বালুরঘাট আসেন সিদ্দিকুল্লা চৌধুরি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এনিয়ে মন্ত্রী ও জেলা প্রশাসনিক আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। দুপুরে বালুরঘাটে আসেন সিদ্দিকুল্লা চৌধুরি। জেলার ধুঁকতে থাকা গ্রন্থাগারগুলি ও জেলা বইমেলা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করতে বালুরঘাটে আসেন তিনি। জেলাশাসকের কনফারেন্স হলে জেলার গ্রন্থাগার আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠকটি করেন। ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ বলছেন, যেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এমনকী বাংলার মুখ্যমন্ত্রীও লালবাতি ব্যবহার করছে না, সেখানে সিদ্দিকুল্লা চৌধুরি লালবাতির ব্যবহার করছেন কেন? তবে শুধুমাত্র সিদ্দিকুল্লা চৌধুরিই নন, জেলার তপনের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা ও প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীও মাঝে মাঝে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। আর/০৭:১৪/০৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BVE5lY
December 08, 2017 at 03:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন