পেশোয়ার, ০৮ ডিসেম্বর- তোমায় কোনও দিন ভুলব না পাকবাসীর মনে তুমি থাকবে চিরকাল৷ এমনই বার্তা দিয়ে প্রয়াত শশী কাপুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পেশোয়ারবাসী৷ মুম্বইয়ে শশী কাপুরের প্রয়াণ হয়েছে গত ৪ ডিসেম্বর৷ সেই খবরে পেশোয়ার জুড়ে চলছে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন৷ কাপুর পরিবারে পৈত্রিক বাড়ির সামনে তাঁর গুণমুগ্ধরা এসেছেন৷ পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, একটি বিশাল পোস্টার দেওয়া হয়েছে কাপুর হাভেলির সামনে৷ সেই পোস্টারে লেখা আছে, peshawar will never ever forget you. বাড়িটা শতবর্ষের দোরগোড়ায়৷ পুরনো বাড়ির সামনে আধুনিক পাক প্রজন্মের ভিড়৷ তারা দেখছেন শশী কাপুরের ছবি, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখছেন দু চার কথা৷ বয়স্করা স্মৃতি রোমন্থন করে শশী কাপুরের বিভিন্ন ছবির কথা জানাচ্ছেন৷ পেশোয়ারের বিখ্যাত কিসসা কাহানি বাজার৷ এই বাজারেই আছে কাপুর হাভেলি৷ ১৯১৮ সালে এই বাড়ি তৈরি করিয়েছিলেন প্রয়াত শশী কাপুরের ঠাকুরদা ভাস্বরনাথ কাপুর৷ এই বাড়িতেই থাকতেন কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর৷ তাঁরই পুত্র রাজ কাপুরের জন্ম কাপুর হাভেলিতে৷ ১৯৪৭ সালে পাকিস্তান ছেড়ে কাপুর পরিবার ভারতে চলে আসে৷ ১৯৩৮ সালে কলকাতায় জন্ম হয়েছিল প্রখ্যাত ভারতীয় অভিনেতার শশী কাপুরের৷ পৈত্রিক বাড়ির সূত্রে পেশোয়ারবাসীর গর্ব শশী কাপুর৷ শুধু তিনিই নন, প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের পৈত্রিক বাড়িও পেশোয়ারে৷ তাঁকে নিয়েও অত্যন্ত গর্ব অনুভব করেন পেশোয়ার সহ পাকিস্তানিরা৷ ১৯৯০ সালে পৈত্রিক বাড়ি দর্শনে এসেছিলেন শশী কাপুর৷ সঙ্গে ছিলেন, তাঁর ভাই রণধীর কাপুর ও ভাইপো ঋষি কাপুর৷ সেই ছবি অম্লান এখনো পেশোয়ারবাসীর কাছে৷ এমএ/০৮:৫০/০৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AFNWhy
December 08, 2017 at 02:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন