লন্ডন, ২৩ ডিসেম্বর- ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে আর্সেনাল ও লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল করে দর্শকদের রোমাঞ্চ উপহার দেয় আর্সেনাল। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই। উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল ও আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে খেলার ২৬তম মিনিটে ফিলিপে কৌতিনহোর দারুণ হেড জালে আশ্রয় নিলে এগিয়ে যায় লিভারপুল। ইংল্যান্ডে ব্রাজিলিয়ান তারকা কৌতিনহোর এটাই প্রথম হেড-গোল। বিরতির পর খেলার ৫২তম মিনিটে মোহামেদ সালাহর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অলরেডরা। এরপরই চমক দেখায় আর্সেনাল। ৫৩তম মিনিটে হেক্টর বেলেরিনের ক্রস থেকে ভেসে আসা বলে অ্যালেক্সিস সানচেজের হেড জালে আশ্রয় নিলে ব্যবধান কমায় গানাররা। তিন মিনিট পর গ্রানিত জাকার বুলেটগতির শট সিমোন মিনোলেটকে পরাস্ত করে জালে আশ্রয় নিলে ম্যাচে সমতা ফেরে। দুই মিনিট পর লিভারপুলকে স্তব্ধ করে এগিয়ে যায় আর্সেনাল। মিনোলেটের মাথার ওপর দিয়ে দারুণ ক্লিপে গোল করে গানারদের এগিয়ে নেন মেসুত ওজিল। এই গোলের পরই ম্যাচে রোমাঞ্চ ও উত্তেজনা ফিরে আসে। দুই দলই একের পর এক আক্রমণ শানিয়ে ডিফেন্ডার ও গোলরক্ষকের পরীক্ষা নেন। তবে হাসি ফোটে লিভারপুলের মুখেই। ৭১তম মিনিটে রবার্তো ফিরমিনোর শট পিটার চেককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নিলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। আরও পড়ুন: ক্লাসিকোতে সন্ধ্যায় মুখোমুখি রিয়াল-বার্সা এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুল চার নম্বরেই রইল। অন্যদিকে এক পয়েন্ট কম নিয়ে আর্সেনালের অবস্থান পাঁচে। ১৮ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে রয়েছে। সূত্র: সমকাল এফ/১৭:২৮/২৩ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DIdYzs
December 23, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top