চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর- কাছাকাছি তবু কত দূর। ট্রিপল সেঞ্চুরি থেকে হাতছোঁয়া দূরত্বে ছিলেন নাসির হোসেন। তবে আক্ষেপে পুড়তে হলো এই স্টাইলিশ ব্যাটসম্যানকে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচের চতুর্থ তথা শেষ দিনের শুরুতে মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন নাসির। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার বরিশাল বিভাগের বিপক্ষে ২৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন রংপুরের ব্যাটসম্যান নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে ৫ রান দূরে থাকতে লিঙ্কন ডে সঞ্জয়ের বলে আউট হয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় নাসিরকে। ৩৫১ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা নাসির ৫১০ বলে ২৯৫ রানের নান্দনিক ইনিংস খেলে আউট হন। ৬০৩ মিনিট ক্রিজে থেকে ৩২টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস সাজান নাসির। নাসির আউট হতে না হতেই ৭ উইকেটে ৬১৪ রান তোলে ইনিংস ঘোষণা করে রংপুর রিভাগ। প্রথম ইনিংসে বরিশাল ৩৩৫ রান করায় ২৭৯ রানের বড় লিড পায় নাসিরের দল। আরও পড়ুন: মিলারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন রোহিত প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে নাসির দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন। বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরি রকিবুল হাসান ২০০৬-০৭ মৌসুমে ৩১৩ রানের নান্দনিক ইনিংস খেলে চূড়ায় রয়েছেন। মার্শাল আইয়ুব ২৮৯ এবং মোসাদ্দেক হোসেন ২৮২ রান নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। ২৬৭ রানের ইনিংস খেলা শামসুর রহমান রয়েছেন পাঁচ নম্বরে। সূত্র: সমকাল এফ/১৭:০৮/২৩ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pnaI9U
December 23, 2017 at 11:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top