বিশ্ব দাবায় আবারও ঝলক দেখালেন ভারতের গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। দীর্ঘ ১৪ বছর পর পুনরায় খেতাব জিতলেন আনন্দ। একে নতুন করে নিজের পুরনো ঝলকই বলছেন দাবাড়ুরা। সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়ানশিপ জিতলেন ৪৮ বছর বয়সী এই ভারতীয় দাবাড়ু। দীর্ঘ ১৪ বছর পর তিনি আবার খেতাব জিতলেন। তাও আবার একটি গেমও না হেরে। ফাইনালের লড়াইয়ে টাইব্রেকারে তিনি হারিয়ে দিলেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ফেদোসেভকে। ২০০৩ সালে শেষবার এই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশ্বনাথন। এবারের টুর্নামেন্টের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ফাইনালের পাঁচ রাউন্ডের আগে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। শেষ রাউন্ডগুলোতে দুর্দান্ত লড়াই করে ফাইনালে ফেদোসেভকে ২-০ ব্যবধানে হারান আনন্দ। টুর্নামেন্টে তিনি হারিয়েছেন বর্তমান বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকেও। আরও পড়ুন: ম্যাচ রেফারিকেও হুমকি দিয়েছিলেন সাব্বির! ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ায় আনন্দকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। শুভেচ্ছা জানিয়েছেন গ্যারি কাসপারভের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরাও। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। এআর/১১:১৮/৩০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BTRo5J
December 30, 2017 at 05:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন