নয়াদিল্লি, ৩০ ডিসেম্বরঃ গত বৃহস্পতিবারই লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিল। তবে, তিন তালাকের পাশাপাশি বহুবিবাহ রদ করা নিয়েও সরব হলেন মুসলিম মহিলারা। এই প্রথা বন্ধ করতে তারা সরাসরি সরকারের কাছে তাদের দাবি পেশ করেছে।
মুসলিম মহিলারা জানিয়েছেন, তিন তালাকের থেকেও ভয়াবহ বহুবিবাহের প্রথা। এই প্রথাটা বন্ধ হলে মুসলিম মহিলারা সমাজে সম্পূর্ণরূপে স্বাধীন হবেন। আইনজীবী ফারাহ ফায়েজ রিজওয়ানা রাজিয়া শীর্ষ আদালতে তিন তালাক এবং বহুবিবাদ প্রথা রদের জন্য লড়ছিলেন। সমাজকর্মীরা জানিয়েছেন, তিন তালাকের চেয়েও এখন আরও ভয়াবহ সমস্যা হল বহুবিবাহ। অনেকেরই আশঙ্কা, এখন নয়া বিল পেশ হওয়ার ফলে তিন তালাক না দিয়েও প্রকাশ্যে চলবে বহুবিবাহ। তাই রিজওয়ানা রাজিয়া জানান, শীঘ্রই এই ব্যবস্থার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করলে উপকৃত হবেন মুসলিম মহিলারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ltZPOl
December 30, 2017 at 12:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন