ছাত্রলীগ কর্মী শাহবাব ও মাহির খুনীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজারে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে গত ২০শে ডিসেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজারে সিনিয়র জুনিয়র দন্ধে নিহত ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাহবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহির হত্যার মামলায় এজহারভুক্ত অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতারের ও সুষ্ট বিচারের দাবিতে দাবিতে এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট সংগঠক ও নাট্যকার খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠক কয়ছর আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন, নিহত শাহবাবের মা সেলিনা রহমান চৌধুরী, বাবা আবু বক্কর সিদ্দিকি, ভাই উসমান গণী শাকিল, মামা শাম্মির হাবিব চৌধুরী রবিন, ফুফাত ভাই মোবাসশির আলী মুন্না, নিহত নাহিদের মামা ইমরান আলী, জামিয়া দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল শরীফ খালেদ সাইফুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত, মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন,টিভি জার্নালিস্ট এসোসিয়েশিনের সাধারণ সম্পাদক পান্ন দত্ত, মৌলভীবাজার২৪ ডট কম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, নিহত শাহবাবের মা সেলিনা রহমান চৌধুরী, বাবা আবু বক্কর সিদ্দিক, মামা শাম্মির হাবিব চৌধুরী রবিন, মাহির মামা গোলাম ইমরান আলী,পৌর বিএনপির নেতা মনোয়ার আহমদ,সচেতন নাগরিক ফোরামের যুগ্ন সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সুপারস্টার ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাবের আহমদ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা এই হত্যাকান্ডের নেপথ্যে কারা কাজ করছে তাও মানুষ জানতে চায় বলে উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে চিহ্নিত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে নতুবা আগামীতে সচেতন মৌলভীবাজারবাসী কটুর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোঘনা প্রদান করা হয়েছে।
এদিকে বৃটেন থেকে মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ মানববন্ধন চলাকালে টেলিকমিউনিকেশনে শাহবাব ও মাহির খুনীদের গ্রেফতারের জোর দাবী জানানো সহ মৌলভীবাজার জেলায় সাম্প্রতিক যে সব সন্ত্রাসী ঘটনা ঘটেছে সে সব সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2D0hKTE

December 23, 2017 at 12:16AM
23 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top