বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পেলেন হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড

784555মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ:: দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে অবদানের জন্য হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড ২০১৭ ভূশিত হলেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম। গত ১১ ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলামটর ঢাকা থেকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। কিন্তু ওই দিন অনুষ্ঠানে যেতে পারেননি বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
আজ রোববার বিকেলে সংস্থার প্রতিনিধিবৃন্দ বিশ্বনাথ থানায় এসে এ্যাওয়ার্ডটি ওসি’র হাতে তুলে দিয়ে যান। শামসুদ্দোহা পিপিএম বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদানের আগে তিনি কুলাউড়া থানার অফিসার ইন-চার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসেন। তিনি গত ১৩ জুলাই ২০১৭ইং তারিখে বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মামনা দেয় হিউম্যান রাইটস পিস।
এই এ্যাওয়ার্ড পাওয়ায় তার অনুভুতি জানতে চাইলে ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, পুলিশ জনগনের বন্ধু এই উক্তি সামনে রাখলে সাধারণ মানুষের কাজে নিজেকে নিবেদিত রাখা যায়, চেষ্টা করবো নিজের দায়িত্ববোধকে মানুষের কল্যানে ব্যবহার করে পুলিশের আর সাধারন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমিয়ে আনার, তিনি সবার সহযোগিতা কামনা করেন।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kETNKc

December 18, 2017 at 11:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top