বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম বাংলাদেশ যুব গেমেসের শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ আরও ২৩ ক্রীড়াবিদ। আজ রবিবার দেশের ৫০ জেলায় মশাল প্রজ্জ্বলের মাধ্যমে গেমসের সূচনা হয়েছে। আর এ গেমস উপলক্ষ্যে আজ বিওএর অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। যুব গেমসের শুভেচ্ছাদূত যারা- চট্টগ্রাম বিভাগঃ ফুটবলার মামুনুল ইসলাম, সাবেক শ্যুটার আতিকুর রহমান, সাবরিনা সুলতানা। রাজশাহী বিভাগঃ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ফজলে সাদাঈন খোকন, সাবেক ক্রিকেট ও ভলিবল খেলোয়াড় পান্না ঘোষ। ঢাকা বিভাগঃ নারী ভারোত্তালক মাবিয়া আক্তার সীমান্ত, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক জুডো তারকা কামরুন নাহার হিরু, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। খুলনা বিভাগঃ সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সাবেক টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। রংপুর বিভাগঃ সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক কাবাডি খেলোয়াড় আবদুল জলিল। বরিশাল বিভাগঃ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সাবেক সাঁতারু জতীন দাস, সাবেক ফুটবলার শওকত হোসেন নিলু। ময়মনসিংহ বিভাগঃ সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম, সাবেক ফুটবলার আমিন রানা। সিলেট বিভাগঃ সাবেক হকি খেলোয়াড় রঞ্জিত দাস, সাবেক ফুটবলার মোক্তার হোসেন। আর/১০:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yRPm3L
December 18, 2017 at 05:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top