নিউ ইয়র্ক, ১২ডিসেম্বর- নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। মঙ্গলবার বিকালে এর বিরুদ্ধে মিছিল বের করারও ঘোষণা দিয়েছেন তারা। তারা জানিয়েছেন, একজন নির্দিষ্ট ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো কমিউনিটির হতে পারে না। সোমবার (১১ ডিসেম্বর) সকালে টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এই হামলায় ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও আলোচনায় আসলো। সেই নিষেধাজ্ঞা অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া যুক্তরাষ্ট্রে অন্য কোনও দেশের নাগরিক প্রবেশ করতে পারবে না। ট্রাম্প বলেন, আজকের সন্দেহভাজন হামলাকারী দূরের আত্মীয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যেটা আমাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী। আমাদের অবশ্যই্ এই অভিবাসন আইন থেকে বের হয়ে আসতে হবে। কারণ এটা খুবই বিপদজনক। সন্দেহভাজন হামলাকারী আকায়েদ উল্লাহর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ২০১১ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান। বিস্ফোরণে তার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি জখম হয়েছে। এখন তিনি হাসপাতালে রয়েছেন।পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আকায়েদ উল্লাহর শরীরে একটি পাইপ বোমা বাঁধা ছিল। মেট্রো স্টেশনে থাকা অবস্থায় কোথাও আঘাত হানার আগেই বোমাটি তার শরীরেই বিস্ফোরিত হয়। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিটি এই হামলার নিন্দা জানিয়েছেন। তারা জানান, একজন নির্দিষ্ট ব্যক্তির কারণে পুরো শান্তি প্রিয় সম্প্রদায় দায়ী হতে পারে না। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা ও অন্যান্য সংগঠনগুলো প্রবাসীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান। সংগঠনটির মহাসচিব হুমায়ুন কবির বলেন, আমরা কমিউনিটির সবাই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কমিউনিটির প্রধান সামসুল হক বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সবার জন্য এটি দুঃখের দিন। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেছে। তাদের নিরাপত্তা রক্ষা আমাদের দায়িত্ব। সংগঠনটির সদস্যরা সব প্রবাসীদের অনুরোধ করেছেন যেন সন্দেহজনক কিছু চোখে পড়লে পুলিশকে খবর দেয় তারা। নিউ ইয়র্কের মেয়র অফিসে চাকরিরত বাংলাদেশি সারা সাইদ বলেন, এই হামলা কোনও জাতি বা ধর্মের বিষয় নয়। পুরো সম্প্রদায়কে দোষ দেওয়াকে আমরা সমর্থন করি না। কমিউনিটির নেতারা মঙ্গলবার বিকালে নিউইয়র্কে সন্ত্রাসের বিরুদ্ধে র্যালি করার ঘোষণা দেন। সব বাংলাদেশিদের র্যালিতে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। স্থানীয় সময় সোমবার সকালে বিস্ফোরণের ঘটনার পর দুপুরের দিকে ব্রুকলিনের ইস্ট সেকেন্ডের ১১০ নম্বর বাড়ি থেকে আকায়েদের ভাইকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে আকায়েদ সহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কাছেই থাকা তিনজন আহত হলেও তাদের অবস্থা এতটা গুরুতর নয়। তদন্তকারী কর্মকর্তারা এখন আকাদের বাড়ি তল্লাসি করছে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হামলাটি আিইএসের সঙ্গে সংশ্লিষ্ট কিনা জানতে চাইলে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও নিল বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, তারা প্রমাণ পেয়েছেন ইন্টারনেটে ইসলামিক স্টেটের ভিডিও দেখতেন আকায়েদ। দুই মাস আগে ম্যানহাটনে ট্রাক হামলা চালিয়ে আটজনকে হত্যা করেছিলো এক উজবেক নাগরিক। সেই হামলার দায় স্বীকার করেছিলো আইএস। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন আরএস/১০:০০/১২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BeHQoY
December 12, 2017 at 05:44PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.