বর্ধমান, ১২ ডিসেম্বর- ভারতের রাজস্থানে এক মুসলমানকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ধর্মীয় পরিচয়কে সামনে এনে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম বর্ধমানের কাঁকসার জনসভায় মমতা বলেন, রাজস্থানে একজনকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। আমি জানতে চাই না, তিনি হিন্দু না মুসলিম। আমি মনে করি, একটা প্রাণ চলে গেল। ওরা (বিজেপি) বিভেদ করে। এই সংস্কৃতি আমাদের নয়। আমরা এটা পছন্দ করি না। . কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মালদহের আফরাজুল খানকে রাজস্থানে কুপিয়ে ও পুড়িয়ে মারার পরই সরব হয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি প্রশাসনিক স্তরেও রাজ্য সরকার যোগাযোগ করে উদ্বেগ জানিয়েছে রাজস্থান সরকারের কাছে। কথা হয়েছে দুই রাজ্যের পুলিশের ডিজির মধ্যেও। মালদহে নিহতের বাড়িতে গেছেন তৃণমূলের মন্ত্রী ও সংসদ সদস্যরা। রাজ্যে শাসক দলের এই ভূমিকা মানতে পারছে না বিজেপি। নানাভাবে তৃণমূলের প্রতিবাদকে নস্যাৎ করতে পাল্টা যুক্তি সাজাচ্ছেন বিজেপি নেতারা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এ রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে কাজের খোঁজে যায় কেন? সরকারকে তার জবাব দিতে হবে। আফরাজুলের পরিবারের পাশে সরকারের দাঁড়ানোকেও তিনি বলেছেন আদিখ্যেতা। সোমবার কার্যত সে সবেরই জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসী, অনগ্রসর, সংখ্যালঘু ভাই-বোনদের উন্নয়ন করছে রাজ্য সরকার। সবার জন্য উন্নয়ন আমাদের লক্ষ্য। আমরা হিন্দু-মুসলমানে, শিখ-খ্রিস্টানে, ব্রাহ্মণ-কায়স্থে, তফসিলি-আদিবাসীতে ভাগাভাগি করি না। আমরা মনে করি, সবাই আমাদের পরিবারের আপন জন। তার দাবি, সরকারি প্রকল্পের সুফল যেমন সংখ্যালঘুরা পান তেমনই যারা সংখ্যালঘু নন তারাও পান। ভাগাভাগি ওরা করে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কন্যাশ্রীর মেয়েরা যখন স্কিমের টাকা পায়, তফসিলি ভাই-বোনেরা যখন সবুজসাথীর সাইকেল পায়, তখন কি বিজেপির নেতারা দেখেন ওরা হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান? তথ্যসূত্র: পরিবর্তন আরএস/১০:০০/১২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AgnFTC
December 12, 2017 at 05:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন