ইন্দাস, ১৩ ডিসেম্বর- পুলিশ যদি কথা না শোনে, অভিযোগ না নেয় তাহলে আমার বাড়ি চলে আসুন। বক্তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইন্দাসের ইন্দপুর বাগডিহা ময়দানে প্রশাসনিক সভা থেকে একথা বললেন তিনি। আরও জানান, এলাকায় সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিতে। খবর প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। রাজ্যে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, শান্তি না থাকলে কোনও কিছু হয় না। শান্তি রক্ষা করতে হবে। এলাকার শান্তি রক্ষা করবে আমার ভাই বোনেরা। এলাকার খেলায়াড়দের উদ্দেশে বলেন, যদি কখনও দেখেন কোনও লোক এলাকায় এসে হঠাৎ করে টাকা বিলোচ্ছে, বা ধর্মের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। আর স্থানীয় পুলিশকে আমি বলব, যাঁরা এলাকার খবর দেবে তাঁদের পুরস্কৃত করতে। এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন আর পুলিশ যদি না শোনে তাহলে ১০০ নম্বরে ফোন করবেন। সেখানে কোনও কাজ না হলে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করবেন। আমার বাড়িতে গিয়ে অভিযোগপত্র দিয়ে আসবেন। পশ্চিমবঙ্গকে নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। বাংলার ভবিষ্যত উজ্জ্বল বলে মনে করেন তিনি। বলেন, আমি মনে করি একদিন বাংলা বিশ্বজয় করবে। জঙ্গলমহলের ভাইবোনেরা বিশ্ববাংলা জয় করবে। অনেকে হিংসে করে বিশ্ববাংলার সমালোচনা করে। বাংলাকে ভাতে মেরে কোনও লাভ নেই। বাংলার ঘরে ঘরে ভাত তৈরি হয়। আমরা ধান তৈরি করি। ধান ঝড়াই। কোনও মাওবাদী নেই। আমার মা ভাই বোনেরা ভালো আছে। এমএ/১১:২০/১৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AmNyS2
December 14, 2017 at 05:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন