ঢাকা, ১৮ ডিসেম্বর- চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন কোচের অপেক্ষায় জাতীয় ক্রিকেট দল। কয়েক দিন আগে রিচার্ড পাইবাস আর ফিল সিমন্স ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের কাছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আরও কয়েকজন কোচের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি নয় বিসিবি কর্তৃপক্ষ। একজনের নাম অবশ্য শোনা যাচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ও ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেন বাংলাদেশের কোচ হতে আগ্রহী। তবে দুটি শর্ত দিয়েছেন তিনি। তার দাবি, মাসিক বেতন ৫০ হাজার ডলার। আর দ্বিতীয় শর্ত, শুধু সিরিজ চলার সময় থাকতে পারবেন জাতীয় দলের সঙ্গে! ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ কারস্টেন অবশ্য এখনই বাংলাদেশে আসতে পারবেন না। মঙ্গলবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের কোচ তিনি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিগ ব্যাশ শেষ হওয়ার পরই তিনি আসতে পারবেন। ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে টাইগারদের ক্যাম্প। তার আগে নতুন কোচের আসার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, ২৭ তারিখের আগে নতুন কোচ আনতে পারবো কিনা জানি না। কোচ নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। কয়েক জনের সঙ্গে বোর্ড প্রধান কথা বলেছেন। আমরা অন্তত দুই বছরের জন্য কোচ নিয়োগ করবো। তাই তাড়াহুড়া করতে চাই না। আলোচনায় নতুন কারও নাম আছে কিনা জানতে চাইলে জালাল ইউনুসের মন্তব্য, নতুন কারও নাম আসেনি। আগে আপনারা যাদের নাম শুনেছেন, তারাই আছে। নতুন কেউ আর আলোচনায় আসেনি। সূত্র: বাংলা ট্রিবিউন এফ/১৮:২৪/১৮ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D0Im88
December 19, 2017 at 12:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন