মুম্বাই, ১৯ ডিসেম্বর- ১৯৭১ সালের ২৫ মার্চে বাংলাদেশে পাকিস্তানিদের বর্বরোচিত হামলার পর আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ যখন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করেন, সেখানে তাজউদ্দিন আহমদ স্পষ্ট করে তিনটি বিষয়ে কথা বলেন, যার একটি ছিল এই যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষের লড়াই। ভারত বন্ধু হিসেবে পাশে থাকবে। (তথ্যসূত্র : মূলধারা একাত্তর, মঈদুল হাসান)। ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করার জন্য দেশ স্বাধীনের পর নানাভাবে ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু ভারতীয় একাধিক সিনেমায় বাংলাদেশের সাত কোটি সাধারণ মানুষের লড়াইকে ভারত-পাকিস্তানের লড়াই হিসেবে দেখানো হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো নিরাজ পাণ্ডে পরিচালিত চলচ্চিত্র আইয়ারি। আরও পড়ুন:পাকিস্তানে আটকে গেল টাইগার জিন্দা হ্যায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে নতুন সিনেমা আইয়ারির প্রথম পোস্টার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করতে আসা ভারতীয় শহীদদের ঘিরে তৈরি হয়েছে ছবিটির গল্প। ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে ভারতের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই ছবিটি বানানো হচ্ছে। আইয়ারির পরিচালক নিরাজ পাণ্ডে সংবাদমাধ্যমে এই দাবি করেছেন। ছবিটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ, মনোজ বাজপেই, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। ভারতে এর আগেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মিত হয়েছে। সেখানে বাংলাদেশের সাধারণ মানুষের লড়াইকে পাকিস্তান-ভারতের লড়াই হিসেবেই দেখানো চেষ্টা করা হয়েছে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ১৯৭১ ছবিটি। পরবর্তী সময়ে অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বাংলাদেশের পটভূমিতে বলিউডে নির্মিত হয়েছে চিটাগাং ছবিটি। এছাড়া ১৬ ডিসেম্বর, গুন্ডে, দ্য ঘাজি অ্যাটাক (তেলেগু) ও ১৯৭১ বিয়ন্ড বর্ডারস(মালায়লাম) ছবিগুলো নির্মিত হয়েছে। ২০১৪ সালে মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত দ্য বাস্টার্ড চাইল্ড যা বাংলায় যুদ্ধশিশু নামে মুক্তি পায়। ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। সেসময় ছবিটি নিয়ে বাংলাদেশের অনেকেই নানাভাবে প্রতিবাদ জানান। উল্লেখ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে বিভিন্ন সময় সিনেমা নির্মাণের পাশাপাশি বেশ কিছু শর্টফিল্ম নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে সুখদেব এর নাইন মান্থস টু ফ্রিডম, ঋত্ত্বিক ঘটকের দুর্বার গতি পদ্মা, গীতা মেহতার ডেট লাইন বাংলাদেশ এবং দূর্গা প্রসাদের দুরন্ত পদ্মা। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/২১:৪৫/১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Bmnr20
December 20, 2017 at 03:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন