মুম্বাই, ১৯ ডিসেম্বর- নতুন বছরেই ফের ফিরছেন রানি মুখোপাধ্যায়। ছবির নাম, হিচকি। যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি হিচকি দিয়েই কামব্যাক করতে চলেছেন রানি। মঙ্গলবার মুক্তি পেল হিচকি-র ট্রেলার। মুক্তির পরই ট্রেন্ডিং রানির হিচকি। আরও পড়ুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই! নিজের দুর্বলতাকে কীভাবে নিজের শক্তিতে পরিণত করতে হয়। এই ছবিতে, তাই করে দেখিয়েছেন রানি। হেঁচকি হয় সব মানুষেরই হয়। কিন্তু, নিউরো সমস্যার কারণে অনেকের বেশিই হয়। এমনই এক মহিলার চরিত্রে অভিনয় করছেন রানি মুখোপাধ্যায়। পেশায় শিক্ষিকা, এই মহিলার সমস্যা একটাই, হঠাৎ হঠাৎ হেঁচকি নেওয়া। কিন্তু, কীভাবে সেই দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাবেন তিনি, তার জন্য দেখতেই হবে রানি মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি, হিচকি। এআর/২২:৩৮/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2z2BX9h
December 20, 2017 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top