কলকাতা, ১৪ ডিসেম্বর- নয় নয় করে বিজেপিতে তাঁর দেড় মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও কোনও পদ নেই। নামের পাশে এখনও সেই শুধু বিজেপি নেতা। সাধারণ একজন নেতা হিসেবেই তাঁকে দল ব্যবহার করছিল। এতদিন পর তিনি পদ পেতে চলেছেন বিজেপিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ইচ্ছাতেই নতুন পদে বসতে চলেছেন মুকুল রায়। খুব শীঘ্রই তিনি হবেন রাজ্য বিজেপির নির্বাচন কমিটির চেয়ারম্যান। বিজেপি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই তাঁকে নির্বাচন কমিটির মাথায় নিয়ে আসা হচ্ছে। তাঁর নির্বাচনে দায়িত্বপালনের বহু অভিজ্ঞতা রয়েছে। তা কাজে লাগাতে চাইছে বিজেপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে মুকুল রায়কে সঠিক জায়গায় ব্যবহার করাই অমিত শাহদের একমাত্র লক্ষ্য। মুকুল রায় আসার পর পঞ্চায়েত যুদ্ধে তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতেও তৈরি হচ্ছে বিজেপি। বিজেপি চাইছে, নির্বাচনের সমগ্র পরিকল্পনার দায়িত্ব নিন মুকুল রায়। এর ফলে বিজেপি দুটি কাজ এক সঙ্গে সেরে ফেলতে চাইছে। এক, মুকুল রায়কে একটি পদ দেওয়া। দ্বিতীয়ত, তাঁর অভিজ্ঞতাকে আসন্ন নির্বাচনে সম্পূর্ণ কাজে লাগানো। তাঁকে নির্বাচন কমিটির শীর্ষপদে বসালে, আর কথা হবে না মুকুল রায়ের পদ নিয়ে। একইসঙ্গে ফলও পাবে বিজেপি। উল্লেখ্য, মুকুল রায় দলে আসার পর তাঁকে কোন পদে বসানো হবে, তিনি দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হবেন, নাকি তাঁকে রাজ্য বিজেপির মাথায় বসানো হবে, তা নিয়ে চর্চা চলেছিল। এখন চর্চা, তাঁর পদ না পাওয়া নিয়ে। এই নতুন পদে তাঁকে বসিয়ে সেই সমালোচনা বন্ধ করতে চাইছে বিজেপি। মুকুল রায় এর আগে দীর্ঘ ২০ বছরে বহু নির্বাচন করিয়েছেন। নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সাফল্য এনে দিয়েছেন তাঁর দলকে। ফলে নির্বাচনী অঙ্ক তাঁর নখদর্পণে। রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি পঞ্চায়েত তাঁর কাছে ছবির মতো পরিষ্কার। তাঁর সেই অভিজ্ঞাতাই কাজে লাগিয়ে এবার ফায়দা তুলতে চাইছে পদ্মশিবির। মুকুল রায় এই পদে আসীন হওয়ার পর প্রার্থী তালিকা থেকে শুরু করে, সংগঠন বাড়ানোর বিষয়টিও তিনি দেখবেন। তিনি বিজেপিকে পঞ্চায়েত ভোটে কী রকম সাফল্য এনে দিতে পারেন, তা দেখার পরই তাঁর পরবর্তী পদোন্নতি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে এই পদে বসিয়ে মুকুল রায়কে অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করাল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, মুকুলদা একজন দক্ষ সংগঠক। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করে তুলবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁর সু-পরামর্শে দল আরও শক্তিশালী হবে। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে দলকে সাফল্য এনে দেবেন। সূত্র: ওয়ানইন্ডিয়া এফ/১২:৫৭/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AnFuR2
December 14, 2017 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top