নিজস্ব প্রতিবেদক:: সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯১.৮৭ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ৩ হাজার ৩০১ জন শিক্ষার্থী। আজ শনিবার (৩০শে ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সিলেট প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেটে প্রাথমিক সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৭১ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী তার মধ্যে বালক শিক্ষার্থী ৩২ হাজার ৪৮৯ জন ও বালিকা ৩৯ হাজার ৪৪৬ জন। অকৃতকার্য হয়েছে ৬ হাজার ১৮৫ জন, তার মধ্যে বালক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ২ হাজার ৯১৭ জন ও বালিকা ৩ হাজার ২৬৮ জন।
পাসের হার বালক ৯১ দশমিক ৫৪ শতাংশ ও বালিকা ৯২ দশমিক ২১ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী।
এদিকে সিলেটে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯০.৪১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী। শনিবার দুপুর ২টায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সিলেট প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেটে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৬ হাজার ৩৬৪ শিক্ষার্থী, তার মধ্যে বালক ৩ হাজার ৫৫৩ জন ও বালিকা ২ হাজার ৮১১ জন। অকৃতকার্য হয়েছে ৭৫৬ জন, তার মধ্যে বালক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ৪৬২ জন ও বালিকা ২৯৪ জন।
পাসের হার বালক ৮৯ দশমিক ৮৮ শতাংশ ও বালিকা ৯০ দশমিক ৯৪ শতাংশ। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৭৬ জন পরীক্ষার্থী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CdeRTJ
December 30, 2017 at 06:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন