সিলেট শিক্ষাবোর্ডে জেএসসিতে পাসের হার ৮৯.৪১

সুরমা টাইমস ডেস্ক:: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৭ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৩৪ হাজার ২০২ জন। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৮২ জন। এ বোর্ডে গড় পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ।

আজ শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন- বোর্ড সচিব মোস্তফা কামাল, বিদ্যালয় পরিদর্শক মইনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট কর্মকর্তা সরকার মো. আতিকুর রহমান।

পাহাড়ি ঢলে এবার সিলেট অঞ্চলে বেশকিছু বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হয়। যেকারণে ওই অঞ্চলে ফলাফল কিছুটা খারাপ বলে দাবি করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এবছর সিলেট বোর্ডে ১৪ হাজার ৩২০ জন শিক্ষার্থী ফেল করেছে।

বোর্ডে এবছর ৫৮ হাজার ৩৬ জন ছেলে পরী‌ক্ষায় অংশগ্রহণ করে পাস করে ৫১ হাজার ৭৯৩ জন। পাসের হার ৮৯.২৪ শতাংশ। আর ৭৭ হাজার ১৬৬ অংশ মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন। পাসের হার ৮৯.৫৩ শতাংশ। গড় পাস ৮৯.৪১ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিলো ৯৩ .৩৭ শতাংশ।

সিলেট বোর্ডে জিপি-৫ পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১৭০ জন, মেয়ে ৪ হাজার ৪৫১ জন। এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে- এবছর সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে। এ বিষয়ে পাসের হার ৯৩.৮১ শতাংশ। গত বছর গণিতে পাসের হার ছিলো ৯৮.৪২ শতাংশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zOz5gu

December 30, 2017 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top