নয়াদিল্লি, ১৩ ডিসেম্বরঃ রাস্তা তৈরি করা নিয়ে ডোকলামে কয়েকমাস আগে যে বিতর্ক শুরু হয়েছিল। যার প্রভাব পরেছে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। এই ২ দেশের মধ্যেকার সম্পর্ক যথেষ্ট চাপের মুখে। এমনটাই অভিমত চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর।
চলতি বছরের আগস্টেই রাস্তা তৈরি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল। সেটি স্থগিত হয়ে গিয়েছিল প্রায়। সেই ঘটনার পর কেটে গিয়েছে ৭৩ দিন। ডোকলাম বিবাদের পর এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করলেন ওয়াং ই।
রাশিয়া-ভারত-চিন। এই ৩ দেশের বিদেশমন্ত্রকের সঙ্গে বৈঠকের জন্য কয়েকদিনের জন্য ভারত সফরে এসেছেন চিনা বিদেশমন্ত্রী।
এই বৈঠকে ডোকলাম বিবাদ ছাড়াও বিশ্বের এবং আঞ্চলিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে বলে জানা যাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z6mckR
December 13, 2017 at 12:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন