নয়াদিল্লি, ১৩ ডিসেম্বরঃ আজ সংসদ হামলার ঘটনার ১৬ তম বর্ষপূর্তি। হামলায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০০১ সালের ১৩ ডিসেম্বর আগ্নেয়াস্ত্র নিয়ে সংসদে হামলা চালায় ৫ জঙ্গি। তাদের এলোপাথাড়ি গুলি চালানোর জেরে ১ জন সাধারণ নাগরিক সহ মোট ১৪ জনের মৃত্যু হয়। ওই দিন অধিবেশন শেষ হওয়ার ৪০ মিনিট পরেই সংসদ ভবন লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ক্রমশ এগিয়ে যেতে থাকে জঙ্গিরা। প্রায় ১০০ মিটারের কাছাকাছি চলেও যায় তারা। নিরাপত্তারক্ষীদের তত্পরতায় রক্ষা পায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অধিবেশনকক্ষ এবং আইনসভার সদস্যরা। কিন্তু, প্রাণ হারান ১৫ জন ভারতীয়।
সংসদ সূত্রে জানা যায়, অধিবেশন স্থগিত হওয়ার পরে ওইদিন সংসদে প্রায় ১০০ জন মতো সংসদ উপস্থিত ছিলেন। সেই সময় হঠাৎ প্রায় ৪০ মিনিট ধরে হামলা চালায় জঙ্গিরা। একাধিকবার বদল ঘটেছে সরকারের। তবুও সেই স্মৃতি আজও বেশ টাটকা সমগ্র ভারতবাসীর মনে। প্রতিবছর এই দিনে শহিদদের সম্মান জানান প্রধানমন্ত্রী সহ আইনসভার অন্যান্য সদস্যরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AfEJtg
December 13, 2017 at 12:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন