পেশোয়ারে, ২ ডিসেম্বরঃ পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের পেশোয়ারের হস্টেলের তালিবানি হামলা। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তালিবানের এই হামলায় ৬ ছাত্রসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। রোরখা পড়ে এই আত্মঘাতী হামলা চলে বলে জানা গিয়েছে।
২ ঘণ্টার গুলি যুদ্ধে ৩ হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খাইবার পাখতুনওয়া পুলিশের প্রধান সালাউদ্দিন খান মাসুদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনায় ৬ ছাত্র, এক নিরাপত্তাকর্মী এবং ৫ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
তবে বেশিরভাগ ছাত্রই ছিলেন না বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হামলার সময়েও, প্রায় ১৫০ জন ছাত্র বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন বলে জানা গিয়েছে। তবে হামলাকারীরা দ্বিতীয় হস্টেলে ঢুকতে পারেনি। হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালিবান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jFTsq3
December 02, 2017 at 05:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন