পুরুলিয়া, ১৩ ডিসেম্বর- পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভা।। আর সেখান থেকেই ফের একবার কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার একটা বড় অংশের মানুষ আদিবাসী সম্প্রদায়ের। আবার এই পুরুলিয়া লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড।যেখানে এখন বিজেপির সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে, এ দিন ঝালদার সভা থেকে এক ঢিলে দুই পাখি মাড়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আদিবাসীদের উন্নয়নের বার্তা দিয়েছেন। আরেকদিকে ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ করে বিঁধেছেন বিজেপিকে। তিনি বলেছেন, ঝাড়খণ্ড বিজেপি শাসিত রাজ্য। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ওরা তবু উন্নয়ন করতে পারেনি। ওখানে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়। এখানে তা হয় না। আমদের অত সম্পদ থাকলে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। তবু আমরা উন্নয়ন করছি। এদিনের সভা থেকে কখনও আবার মমতা নিশানা করেছেন মোদি সরকারকে। তাঁর দাবি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপি অবশ্য বরাবরই এই সব অভিযোগকে গুরুত্ব দেয় না। তাদের দাবি, মোদি সরকারের নীতিই হল সব কা সাথ, সব কা বিকাশ। দেশের সবাই যাতে উন্নয়নের ফল পায়, সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র। এ দিন একটি কারখানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়ার রঘুনাথপুর, বাঁকুড়া, দুর্গাপুর, ডানকুনি এই এলাকা জুড়ে উত্তর-দক্ষিণ ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এতে অনেক কর্মসংস্থান তৈরি হবে। তথ্যসূত্র: abpananda আরএস/১০:০০/১৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nVWk7Q
December 13, 2017 at 05:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন