মৌলভীবাজারে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে রমজান মিয়া চৌধুরী (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রমজান মিয়া চৌধুরী রাজনগর উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা আজিজ চৌধুরীর ছেলে।

ওসি জানান, রমজান মিয়া চৌধুরীর সঙ্গে তার সৎ ভাই ছালেক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক জমি সক্রান্ত বিরোধ চলছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে রমজান মিয়া দেশে ফেরত আসেন। গত কয়েকদিন আগে জমি নিয়ে আবারও ঝামেলা হয়।

এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ছালেক মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে রমজান মিয়ার উপর হামলা চালিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2A5QemK

December 08, 2017 at 08:18PM
08 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top