দক্ষিণ সুরমায় তিনজনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে মারামারি ও ভাঙচুরের মামলায় তিনজনের অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) বিকেল সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মামুনুর রশিদ সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোগলাবাজার থানার তৈয়বকামাল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহান আহমদ, একই গ্রামের নুরুদ্দিনের ছেলে জিম্মন আহমদ ও আবদুল বশিরের ছেলের আরিফুল হক। প্রত্যেক আসামিকে আদালত ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১লা ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা মোগলাবাজারের তৈয়বকামাল গ্রামের হাজী আবদুল লতিফের ছেলে সফিক উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর চালায়।

এসময় সফিক উদ্দিন ও তার পরিবারের লোকজন আহত হন। এ ঘটনায় তিনি বাদি হয়ে ১১ জনকে আসামি করে মামলা (জিআর-১৫৪/১৪) দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) উল্লেখিত মামলার রায় ঘোষণা করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BgA6Da

December 08, 2017 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top