উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ গুজরাট বা হিমাচল প্রদেশে বিজেপি-র ভরাডুবি হবে, ভোট সমীক্ষায় কেউই এমন কথা বলেনি। সোমবার, ওই দুই রাজ্যে ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডেও বিজেপি-র দিকে পাল্লা ঝুঁকে। তবে, তাদের কাছে আশঙ্কার কথা হল, প্রাথমিক ট্রেন্ড বুঝিয়ে দিচ্ছে রাহুলের নেতৃত্বে কংগ্রেস সহজে তাদের জমি ছাড়বে না। গুজরাটের ১৮২ আসনের মধ্যে প্রাথমিকভাবে ১৬৫টি আসনের ট্রেন্ড পাওয়া যাচ্ছে। তাতে বিজেপি ১০৩ টি আসনে এগিয়ে আর কংগ্রেস দাঁড়িয়ে ৭৭ আসনে। গেরুয়া শিবিরের উদবেগ বাড়িয়ে রাজকোট (পশ্চিম) থেকে পিছিয়ে পড়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, যিনি মোদি-শাহ শিবিরের একান্ত অনুগত।
তুলনায় হিমাচল প্রদেশে গেরুয়া শিবিরেরে অবস্থা ভালো। বিজেপি এখানে ৪৪ আসনে এগিয়ে। কংগ্রেসের ঝুলিতে ২০ টি আসন।
ফলঘোষণা এখনও হয়নি। তবে মোদি ম্যাজিক যে ফেল করেনি, তা কার্যত স্পষ্ট। তাই গুজরাত ও হিমাচল প্রদেশে কংগ্রেসকে দুরমুশ করার ইঙ্গিত পেয়েই ভিকট্রি সাইন দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সংসদে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে হাতজোড় করে প্রণাম জানানোর পাশাপাশি ভিকট্রি সাইন দেখান মোদি। গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। ২ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বিজেপি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AQX0wZ
December 18, 2017 at 09:57AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন