বিশাখাপত্তনম, ১৭ ডিসেম্বরঃ তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল ভারত। শতরান করে অপরাজিত থাকেন ওপেনার শিখর ধাওয়ান। বল হাতে ভাল পারফরম্যান্স দেখালেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মেন ইন ব্লু। এই নিয়ে টানা ৮টি একদিনের সিরিজে জয় পেল ভারত।
রবিবার ভাইজাগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চাহাল (৪৬/৩) ও কুলদীপের (৪২/৩) দাপটে মাত্র ২১৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার উপুল থরঙ্গা ৯৫ রান ও সাদিরা সমরাবিক্রমে ৪২ রান করেন। এছাড়া বাকি ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। হার্দিক পাণ্ডিয়া দুই উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের (৭) উইকেট হারায় ভারত। তবে ধাওয়ান (অপরাজিত ১০০) ও শ্রেয়স আয়ারের (৬৫) জুটি ভারতের জয় নিশ্চিত করে দেয়। এই জুটিতে যোগ হয় ১৪৫ রান। দীনেশ কার্তিক ২৬ রানে অপরাজিত থাকেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ATIBAp
December 17, 2017 at 10:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন