ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত অডিট অফিসার

রায়গঞ্জ, ১৬ ডিসেম্বরঃ ঘুষ নেওয়ার অভিযোগে এজি বেঙ্গলের এক অডিট অফিসারকে গ্রেফতার করলেন রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা। ধৃত অফিসারের নাম বিমলকুমার পাঠক। শনিবার বিকেলে রায়গঞ্জের একটি টুরিস্ট লজ থেকে ওই অফিসারকে গ্রেফতার করা হয়। রবিবার অভিযুক্তকে ব্যাংকশাল আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, ওই অফিসার প্রায় এক সপ্তাহ আগে জেলায় এসেছে। ইন্দিরা আবাস যোজনায় খরচ হওয়া টাকার অডিট করার কাজ করছিল। অভিযোগ, গোয়ালপোখর ২ ব্লকের এক আধিকারিকের কাছ থেকে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। ওই আধিকারিক বিষয়টি প্রশাসনকে জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি রাজ্যকে জানানো হয়। এরপরই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে ওই অডিট অফিসার।
জেলাশাসক আয়েশা রানি এ জানিয়েছেন, ওই অডিট অফিসার আঙুলের ছাপ সংগ্রহের জন্য ঘুষ বাবদ দেওয়া টাকায় আগে থেকেই বিশেষ ধরনের পাউডার লাগিয়ে রাখা হয়েছিল। সেই পাউডারই অবশেষে ধরিয়ে দিল অডিট অফিসারকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AZHlzJ

December 16, 2017 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top