বিধায়ক জিপ্পি তিওয়ারির ছেলেকে গুলি করে খুন

লখনউ, ১৭ ডিসেম্বরঃ প্রাক্তন বিজেপি বিধায়ক জিপ্পি তিওয়ারির ছেলেকে গুলি করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজরতগঞ্জে। গতরাতে নিজের বাড়ির সামনের রাস্তায় তাকে গুলি করা হয়। পরিচিতরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ।

প্রাক্তন এই বিধায়কের ছেলে বৈভবের সঙ্গে ২ যুবকের বচসা বাধে। সেই সময়, বিক্রম সিং এবং সূরজ শুক্লা নামে ওই ২ যুবক বৈভবকে গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে সেখানে আসে এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁরাই বৈভবকে লোহিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় বৈভবের।

ঘটনার পর থেকেই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে লখনউ পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yKQnKP

December 17, 2017 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top