বার্সা ছেড়ে নেইমারের পিএসজি যাত্রা মোটেও সুখকর হয়নি। কারণ ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ ঘটা করেই প্রচার হয়েছে শিগগিরই স্প্যানিশ ক্লাব ছেড়ে রিয়ালে যোগ দেবেন ব্রাজিলীয়ান তারকা। জানা গেছে, প্রথমদিকে নেইমার রাজি না থাকলেও এখন পুরোপুরি রাজি তিনি। গত গ্রীষ্মে রেকর্ড ১৯৮ মিলিয়ন পাউন্ডের রেকর্ড সাইনিংয়ে বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। এখন রিয়াল নাকি তার চেয়েও বেশি অর্থাৎ ২২২ মিলিয়ন পাউন্ডে তাকে নিতে রাজি। আরও পড়ুন: মেসির নতুন স্টাইলের রহস্য স্প্যানিশ পত্রিকার আরো খবর, শিগগিরই পিএসজি ছাড়বেন না তিনি। রিয়ালে যোগ দিতে রাজি হয়েছেন ২০১৯-২০ মৌসুমে। নিজেকে আরও মেলে ধরতে ফ্রান্সের রাজধানীতে দুটি বছর কাটিয়েই যেতে চান পিএসজি স্ট্রাইকার। মূলত পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় ও ব্যালন ডিঅরও জিতে ক্লাবটি ছাড়তে চান নেইমার। কারণ এই লক্ষ্যকে সামনে রেখেই বার্সা ছেড়েছিলেন তিনি। বার্সেলোনায় লিওনেল মেসির ছায়া হয়ে ছিলেন নেইমার। এখনই রিয়ালে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া হতে চান না তিনি। তিনি চাইছেন, যখন রিয়ালে যাবেন; তখন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ক্যারিয়ারটা শেষ পর্যায়ে চলে যাবে। ফলে নিজেকে মেলে ধরতে সুবিধা হবে। সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ldJGw2
December 26, 2017 at 05:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন