ঢাকা, ২৫ ডিসেম্বর- আগামী মৌসুমের জন্যও মাশরাফির সাথে চুক্তি করে ফেলেছে রংপুর। দলের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে মাশরাফিসহ দলের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়কে ধরে রাখার ব্যাপারে আগামী আসরের জন্য নাকি চুক্তিও করে ফেলেছে দলটির মালিক পক্ষ। এর আগেই রংপুর ক্রিস গেইলের সাথে কথা পাকাপাকি করে ফেলেছে বলে জানা গিয়েছিলো।এবার জানা গেলো, মাশরাফিকেও ছাড়তে চায় না তারা। এ ছাড়া দলটি আরও কয়েকজন তারকাকে ধরে রাখার চেষ্টায় আছে বলে সূত্রটি জানিয়েছে। উল্লেখ্য এখন পর্যন্ত বিপিএলের সবথেকে সফল অধিনায়ক মাশরাফি।বিপিএলের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন দলকেই নেতৃত্ব দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। তাঁর অধীনে প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছিলো। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: এরশাদ এরপরের আসরে দল পাল্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে নেমে আবারো বাজিমাত করেন ম্যাশ।নিতান্তই সাদামাটা একটি দল নিয়ে শিরোপা মাশরাফির নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা। এরপরের আসরেও তাই তাঁর ওপরই আস্থা রেখেছিলো কুমিল্লা। যদিও ২০১৬ সালে শেষ পর্যন্ত গতবার শিরোপা জিততে পারেননি তিনি। শেষ হাসি হেসেছিলো সাকিবের ঢাকা ডাইনামাইটস। তবে এক আসর পরে আবারো চিরচেনা রূপে আবির্ভূত হয়েছিলেন মাশরাফি। দারুণ অধিনায়কত্বে এবার রংপুরকেও শিরোপা জেতালেন তিনি। একই সাথে প্রথম অধিনায়ক হিসেবে বিপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলার গৌরবও অর্জন করেছেন মাশরাফি। তবে ২০১৮ সালে বিপিএলের জন্য নাফিসা কামাল আর গেইলকে কেনার সুযোগ পেলেন না। সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kZcSYB
December 26, 2017 at 05:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন