বাবার বিরুদ্ধে নিজের সন্তানকে খুনের অভিযোগ তুফানগঞ্জে

তুফানগঞ্জ, ৩১ ডিসেম্বরঃ ২২ দিনের এক শিশু কন্যাকে মেরে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের দ্বীপরপার গ্রামের ৯/২১৪ নম্বর বুথে।

স্থানীয় সূত্রে খবর, জাহেরা বিবির সঙ্গে বিয়ে হয় শিয়াল পাড়ার বাসিন্দা মোফিজ আলির। বিয়ের পর থেকেই ছিল অশান্তি।

মৃত শিশুর মা জাহেরা বিবি জানান, গতকাল রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত তিনটে নাগাদ জাহিরার স্বামী তাকে জাগিয়ে তুলে জানায় শিশুর কোনো নড়াচড়া নেই। এরপর সকালে খবর দেওয়া হয় পুলিশে। দেহ নিয়ে যাওয়া হয় থানায়। পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্তের।

জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তি সহ জাহেরার বাবা-মাকেও আটক করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা পরও বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ময়নাতদন্তের পর শিশুর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ এবিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।

সংবাদদাতাঃ রাজীব বসাক

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EiWJVP

December 31, 2017 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top