নতুন লোগো পেল বেঙ্গালুরু

বেঙ্গালুরু, ২৫ ডিসেম্বরঃ বেঙ্গালুরু শহরের নতুন প্রাপ্তি। শহরের জন্য নতুন লোগো পয়েছে দক্ষিণের এই শহর। ট্যাগলাইন ‘বেঙ্গালুরু-বি ইউ’। বিশ্বের দরবারে শহরের ইমেজ এতে বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। সুবিধা হবে পর্যটনেও।

নিউ ইয়র্ক, মেলবোর্ন এবং সিঙ্গাপুরের নামের সঙ্গেই এবার চলে আসবে বেঙ্গালুরুর নাম। ভারতের শহরগুলির মধ্যে প্রথম শহর হিসেবে পরিচয়সূচক ব্যাজ পাচ্ছে এই শহর।

১৩৫০ প্রতিযোগী শহরের মধ্যে থেকে বেঙ্গালুরুকে বেছে নেওয়া হয়। কসমোপলিটন আউটলুক, ৪৮০ বছরের ইতিহাস, ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর বিচার করে এই পুরস্কার পেয়েছে বেঙ্গালুরু। রাজ্যের পর্যটন মন্ত্রী প্রিয়ঙ্ক খাগডে বলেছেন, এই লোগোর ফলে কর্নাটকের পর্যটন উত্‍সাহ পাবে।

লোগোটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গালুরু উন্নয়ন মন্ত্রী কেজে জর্জ, গান্ধীনগরের বিধায়ক দীনেশ গুণ্ডু রাও, শান্তিনগরের এমএলএ না হ্যারিস এবং বেঙ্গালুরুর মেয়র আর সম্পত রাজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2puR4IT

December 25, 2017 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top