কুয়ালালামপুর, ২৫ ডিসেম্বর- আদম পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানবপাচারের অভিযোগে রোববার স্থানীয় সময় দিনগত রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় মামুনকে। এখন তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। গেলো ২৩ ডিসেম্বর বাংলাদেশ নাইটস সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগের দিন বাংলাদেশ ছাড়েন দেশীয় শোবিজের একঝাঁক তারকা শিল্পী। কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে থাকেন তাদের অনেকেই। জানা যায়, সেখানে যাওয়া অনেককেই এয়ারপোর্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। বিষয়টির ব্যাপারে সেসময় আয়োজক প্রতিষ্ঠানের অন্যতম সদস্য মামুনের কাছে জানতে চাইলে তিনি চেপে যান। আরও পড়ুন: বড়দিনে বিয়ের খবর দিলেন কল্যাণ মালয়েশিয়া থেকে বেশ কয়েকটি সূত্র জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মামুন মানবপাচার করছিলেন। সেখানে মানবপাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া লোকদের সঙ্গে অর্থ নিয়ে বনিবনা না হওয়াতে নিজের লোকজন দিয়ে আটকে রাখেন মামুন। রাতে কুয়ালালামপুরের ওই ফ্ল্যাট থেকে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ এসে আটক করে এই তরুণ চিত্রপরিচালককে। এদিকে, মামুনের আটক হওয়ার গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই চিত্রপুরীতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে পরিচালক সমিতি এমনটাই শোনা যাচ্ছে। এর আগে এই পরিচালকের বিরুদ্ধে যৌথ প্রযোজনার নামে ভারতীয় ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার অভিযোগ ওঠে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তার সদস্যপদ বাতিল করে। পরে অবশ্য বিশেষ বিবেচনায় তাকে ক্ষমা করে সদস্যপদ ফিরিয়ে দেয় পরিচালক সমিতি। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BMedfH
December 26, 2017 at 12:04AM
25 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top