কলকাতা, ২৪ ডিসেম্বর- ২০১৩ সালে মুক্তি পাওয়া চাঁদের পাহাড় তৈরি করেছিল নানা মাইলফলক। বছর চারেক পর সেটারই দ্বিতীয় কিস্তি আমাজন অভিযানও হাঁটছে একই পথে। গতকাল পশ্চিম বাংলায় মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই দারুণ ব্যবসা করেছে। এটাই প্রথম বাংলা সিনেমা, যেটির শুটিং হয়েছে আমাজন জঙ্গলে। চাঁদের পাহাড়-এর সিক্যুয়েল হলেও এটির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মিল নেই। গল্প মৌলিক, লিখেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় নিজেই। তবে সিনেমাটি উৎসর্গ করেছেন বিভূতিকেই। আগের পর্বের মতো এখানেও গাঁয়ের ছেলে শঙ্কর অভিযানে যায়, আর সেটা সুদূর আমাজনে। শংকর চরিত্রে যথারীতি আছেন দেব। রহস্যময়, দুর্গম এই রেইনফরেস্টে শুটিং ছাড়াও এরই মধ্যে আরো অনেক ইতিহাস তৈরি করেছে ছবিটি। ছবির বাজেট প্রায় ২৫ কোটি রুপি, যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। এই প্রথম কোনো বাংলা সিনেমা মুক্তি পাবে ভারতের ছয়টি আঞ্চলিক ভাষায়। আগেই সবচেয়ে বড় বাংলা সিনেমার পোস্টার করে গিনেস বুকে নাম লিখিয়েছে আমাজন অভিযান। বাংলা সিনেমা হলেও এর ৭০ শতাংশ সংলাপ ইংরেজি। দেবের সঙ্গে অন্য দুই প্রধান চরিত্র করেছেন অস্কার মনোনীত ডিস্ট্রিক্ট নাইট-এর অভিনেতা ডেভিড জেমস ও রাশিয়ান অভিনেত্রী সোয়েতলানা। আরও পড়ুন: এবার পাওলির মধুচন্দ্রিমা পরিচালক কমলেশ্বরের মতে ছবির মূল চ্যালেঞ্জ ছিল আমাজনের মতো দুর্গম অঞ্চলে শুটিং করা, আমাজন একটা জলাবন, যেখানে শুটিং এমনিতেই কঠিন। এখানকার বেশির ভাগ জায়গায়ই সভ্য জগতের মানুষের পা পড়েনি, এমন অনেক উপজাতি আছে যারা আমাদের দুনিয়ার কিছুই জানে না। এ ছাড়া জায়গাটা আমাদের ঠিক বিপরীত গোলার্ধে, অনেক অনেক দূরে। তা ছাড়া ভয়ংকর প্রাণী তো আছেই। সব মিলিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। এই ছবিতে জাগুয়ার, প্যান্থার, পিউমা, পিরানহা, ট্যারানটুলা, হাউলার মাংকি, স্পাইডার মাংকি এমন সব বন্য প্রাণী দেখা যাবে যা এই অঞ্চলের মানুষের চেনা নয়। তবে বন্য প্রাণীর চেয়েও দেবের কাছে সবচেয়ে ভয়ংকর লেগেছে জলপ্রপাতে শুটিংয়ের অভিজ্ঞতা, একটা দৃশ্য আছে সমুদ্রে জাহাজডুবির পর আমাকে সাঁতরে তীরে আসতে হয়। এটা খুবই বিপদের ছিল, তবে জলপ্রপাতগুলোতে শুটিংয়ের মতো নয়। একদম ধার দিয়ে হাঁটতে হতো। পুরোটাই খুব পিচ্ছিল। খুব ভয় পেতাম। ওখানে শুটিংয়ের আগে সবাইকে অল দ্য বেস্ট বলা হতো। মনে হতো কথাটা স্বয়ং ভগবানই বলছেন! অভিনেতা, পরিচালক দুজনই বলছেন মানুষ পছন্দ করলে আসবে তৃতীয় কিস্তিও, ফের অভিযানে বের হবে শঙ্কর। সূত্র: কালের কন্ঠ আর/০৭:১৪/ ২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BJOdBK
December 24, 2017 at 02:35PM
24 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top