ঢাকা, ২৪ ডিসেম্বর - মা হওয়া এ যেন নারী জীবনের সম্মান আরো এক ধাপ বেড়ে গেল। কিন্তু অনেকেই অবহেলা কিংবা ব্যস্ততায় সময় পার করে দেয়। কেউবা ক্যারিয়ারের কথা চিন্তা করে মা হওয়ার সিদ্ধান্ত নেয়না। ছোট্ট একটা ডাক্তারি তথ্য জানানো জরুরি, ১৫ বছরের আগে কিংবা ৪৯ বছরের পরে কোনো নারী মা হতে পারেন না। তবে ৪৯ এর আগেই অনেকে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। আবার এর পরে মা হয় কেউ কেউ, তবে সেটা খুবই কম। আমাদের শোবিজে বহুল আলোচিত দুই নাম। মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। একজন নির্মাতা, অন্যজন অভিনেত্রী। বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল। ২০১০ সালের ১৪ জুলাই তারা বিয়ের পিঁড়িতে বসেন। তারপর ফের দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। সুখের সংসারে কখনো কোন খারাপ সংবাদ আসেনি। তবে সুসংবাদও আসেনি। তাদের সংসারের সবচেয়ে বড় সুসংবাদ হতে পারতো নতুন অতিথির আগমন। তা হলো না। খুব শীঘ্রই এমন কোন সিদ্ধান্তে তাঁরা পৌছাবে বলেও মনে হয় না। এ নিয়ে তিশা বলেন, আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত আছি। সামনে নতুন সিনেমার শুটিং শুরু হবে। ভাবনায় আছে, তবে এখনি না। আসলে সন্তান নিলে যে অভিনয়ে খুব বেশি সমস্যা হবে তা আমি মনে করি না। তবে সন্তান নিলে একটা লম্বা সময় কাজের বিরতী নিতে হবে। সবকিছু মিলিয়ে ভালো খবর খুব শীঘ্রই আসতেও পারে। তিশার বয়স ৩৪ বছর। ২০০৭ সালে বিয়ের পিড়িতে বসেন কুসুম শিকদার।দশ বছর কেটে গেলেও মা হওয়ার খবর নেই। মিডিয়ায় নিয়মিত নেই। সংসারটা ঠিকভাবে চালাচ্ছে। তারকাদের বিবাহ-বিচ্ছেদের ভীড়ে অন্যকোন পেশার মানুষকে বিয়ে করে সুখেও আছে। তাহলে সন্তান নয় কেন? এমন কিছু কি ভাবছেন? তার উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে। ২০১৪ সালে বিয়ের পিড়িতে বসেছিলেন বিন্দু। বর আসিফ সালাহউদ্দিন মালিক ভিন্ন পেশার মানুষ। তাইতো শোবিজকে বিদায় জানিয়ে সংসারে মনোযোগি হয়েছেন। সুখের সংসারে এখনো সন্তান আসেনি। ২০১৬ সালে সর্বশেষ বিয়ের পিড়িতে বসেন অপি করিম। এনামুল করিম নির্ঝরের সঙ্গে সে সংসারে এখনো সন্তান হয়নি। অপি এর আগেও বিয়ের পিড়িতে বসেছেন দুইবার। কোন ঘরেই কোন সন্তান নেই। সন্তান নিয়ে কি তার কোন ভাবনা আছে? বয়স প্রায় চল্লিশ। সুমাইয়া শিমু বিয়ের পিড়িতে বসেন ২০১৫ সালে। অনেক জল্পনা কল্পনার পর তিনি বিয়ের পিড়িতে বসেন। বছর দুই হয়ে গেলেও সংসারে নতুন অতিথির দেখা নেই। দিব্যি শুটিংয়ে ব্যস্ত তিনি। বয়সের হিসেব করলে চল্লিশ ছুই ছুই। শোবিজেও প্রায় ১৮ বছর কাটিয়েছেন এ অভিনেত্রী। সন্তান নিয়ে কোন ভাবনা আছে? হেসে বললেন আপাতত তো নেই। সেই হাসির রহস্য উদঘাটন হতে কতটা সময় লাগে সেটা কে জানে! ২০১০ সালে বিয়ের পিড়িতে বসেছিলেন অপূর্ব- প্রভা। অনেক ঘটনার পরে সে বিয়ের বিচ্ছেদ হয়। অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন এ অভিনেত্রী। পরে শান্ত নামের এক ছেলের সঙ্গে ঘর বাধলেও সে সংসার টিকেনি। জীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রভা এখনো মা হতে পারেননি। ২০১৩ সালে বিয়ে করেছিলেন লাক্স তারকা ও জনপ্রিয় উপস্থাপিকা মুনমুন। সুখের সংসারে এখনো কোন নতুন খবর আসেনি। অভিনেত্রী স্বাগতার বিয়ে হলো তাও দু বছর। তাতে কি হবে! স্বাগতার বয়সের হিসেবে সন্তান নেয়ার মতো যথেষ্ট সময় তার হয়েছে। কিন্তু তিনিও এই মুহূর্তে এসব নিয়ে ভাবছেন না বলে জানান। তেমনি আসে মাহিয়া মাহির নামও। গত বছর বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি। তার সংসারেও নেই তেমন কোন খবর। এমন আরো অনেক অভিনেত্রী আছেন। যারা আসলে ক্যারিয়ার নিয়ে এতটা ব্যস্ত সময় কাটায় সন্তান নিয়ে ভাববার সময় নেই। হয়তো অনেকে ভাবছেন। ধুম করে দিবে কোন খুশির খবর। সে খবরের অপেক্ষায় রইলাম। আর/০৭:১৪/ ২৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zmIOdU
December 24, 2017 at 02:41PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.