বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের ডে নাইট ইউনিক ফুটবল ক্লাবের পুরস্কার বিতরণী!!


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ইউনিক ফুটবল ক্লাব এর উদ্যোগে অায়োজিত ডে নাইট ফুটবল টুনামেন্ট ২০১৭।
১ম পর্বের উদ্ভোধনী খেলা শুরু হয়
গতকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময়
উপজেলা সংলগ্ন মোহাম্মদ নগর মাঠে সম্পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল
ম্যাচে,
র্টাইফিকার ২/১ গোলের ব্যবধানে শাওন সিক্সর্সকে হারিয়ে
১ম স্থান দখল করে জে,কে থানাগাঁও স্পোর্টিং ক্লাব দল।২য় স্থান দখল করে,শাওন সিক্সার্স ক্লাব।৩য় স্থান দখল করে এস,এম স্পোর্টিং ক্লাব গোয়ালাবাজার।উক্ত খেলায় ১ম পুরস্কার হিসাবে থাকে নগদ পাঁচ হাজার(৫০০০)/- টাকা,দাতাঃমোঃবোরহান উদ্দিন,সৌদিআরব প্রবাসী।
২য় পুরস্কার হিসাবে থাকে নগদ তিন হাজার (৩০০০)/-টাকা,দাতাঃএসি সেলুন বালাগঞ্জ,হরি এবং রুপম চন্দ্র।
৩য় পুরস্কার হিসাবে থাকে বিশাল বড় একটি ট্রফি,দাতাঃরাধাকোনার বাসিন্দা বিজিবি কর্মরত অাব্দুস শুকুর।এবং
পুরো ম্যাচে অসাধারণ ভাল খেলোয়াদের জন্য ম্যান
অব দ্যা ম্যাচের পুরুস্কার দিয়ে থাকেন,বালাগঞ্জ সাব-রেজিষ্ঠারি অফিসের দক্ষ দলিল লেখক মোঃসামসুল হক হাসান।
হালকা শীতল বাতাসে
চমৎকার খেলা উপযোগী আবহাওয়ায়
প্রচুর দর্শকের সমাগম ঘটে,
পুরো মাঠে দর্শকরা কানায় কানায়
পরিপূর্ণ ছিল।
আজকের ম্যাচে রেফারির দায়িত্ব
পালন করেন বালাগঞ্জ সদর ক্লাবের সুনামধন্য খেলোয়াড় অানজব অালী।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন ছিলেন, বালাগঞ্জ
উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতীপ সিংহ।উক্ত অনুষ্টানে তিনি বক্তব্যে বলেন,যদি বর্তমান ইয়ং অর্থাৎ যুব সমাজ যদি এ রকম খেলার অায়োজন করে তাহলে যুব সমাজ মাদক দ্রব্য দূরে থাকবে,দেশ উন্নতির ধীরে দাবিত হবে। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন,বালাগঞ্জ উপজেলার উপ.সহ.প্রকৌশলী জনাব অারিফুল ইসলাম,বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সি এ সিরাজুল ইসলাম,একটি বাড়ি একটি খামার অফিসের ফিল্ড সোপারভাইজার হাসান অাহমেদ,সাংবাদিক জাকির হোসেন সহ প্রমুখ।খেলা পরিচালনা কমিটির সদস্য মোঃশাকিরুল ইসলাম রাজা,অাতাউর রহমানন,মিজান,অাং মজিদ,মুনা নিপেন্ড,পার্থ,রোকন,রাতুল প্রমুখসহ অারোও অনেক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nkzOFi

December 01, 2017 at 03:35PM
01 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top