মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।


নিজস্ব প্রতিবেদক :: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আরিফুল হক চৌধুরী বলেন,”আনিসুল হক ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী।তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ, একজন প্রকৃত জনসেবক।তার মৃত্যুতে দেশ একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী হারালো। তিনি তার অসাধারণ কাজের জন্য স্মরণিয় অয়ে থাকবেন।”

শোকবার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) আনিসুল হক বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় ১০টা ২৩মিনিটে যুক্তরাজ্যের লন্ডন ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি………রাজিউন)



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2njkcBP

December 01, 2017 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top