গতকাল মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে আবারও দেখা গেল তার জাদুকরী ফুটবল। চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জেতালেন বার্সেলোনাকে। রোনালদোকে দর্শক বানিয়ে ৩-০ গোলের জয় ছিনিয়ে নেয় মেসিরা। এতদিন মেসির গোল উদযাপনটা সাদামাটাই ছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় দেখা গেল অন্য আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অন্য রূপ। সান্তিয়াগো বার্নাব্যুতে দু হাত তুলে নিজের গোল উদযাপন করলেন মেসি। রিয়ালের মাঠে মেসির উদযাপনটা একটু ব্যতিক্রমই হয় সাধারণত। গত মৌসুমে শেষ মুহূর্তে গোলের পর জার্সি তুলে ধরেছিলেন। এবার শনিবার রাতে ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর নতুন রূপে উদযাপন করলেন মেসি। গ্যালারির সামনে গিয়ে দর্শকদের সামনে কুর্নিশ করতে করতে প্রথমে একটা চুমু, তারপর আস্তে আস্তে দুহাত মাথার ওপরের দিকে দুদিকে উঁচিয়ে ধরলেন! মূলত রিয়ালের মাঠ বলেই দর্শকদের সামনে এমন উদযাপন করেন মেসি। আরও পড়ুন: লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা-রিয়াল কে কোথায়? এমন দুর্দান্ত উদযাপনে দর্শকদেরকেই যেন প্রাপ্য সম্মানটা দিয়ে দিলেন মেসি। খেলা বলুন আর নাটক-গানই বলুন, দর্শকরাই তো সব। দর্শক না থাকলে তার বাঁ পায়ের জাদু দেখবে কে? আর্জেন্টাইন জাদুকর আরও একবার যেন সবাইকে মনে করিয়ে দিলেন সেই চিরন্তন সত্য কথাটি- দর্শকই ঈশ্বর। শ্বাসরুদ্ধকর উত্তেজনার এই ম্যাচে গোল করেছেন মেসি-সুয়ারেস জুটি। অপর গোলটি করেন ভিদাল। ৩-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে বার্সেলোনায় ফিরে আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা। সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C2q0TU
December 25, 2017 at 04:21AM
25 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top